Category: দ্বিপক্ষ

  • তোমারে কি ছাড়া যায়?

    তুমি আমারে ছাড়িলা ঠিকই,

    আমি তো তোমারে ছাড়িনি সখি।

  • সহজ অংক

    তুমি আবার হাসতে পারো; এই তো গেলো বোঝা,

    আমিই ছিলাম সুখের কাঁটা; অংকটা বেশ সোজা।

  • প্রতিশোধ

    তোমারে ভুলিয়া সখি,

    প্রতিশোধ নিবো আমারে ভুলিবার।

  • কবিতার মন খারাপ

    এই মন খারাপের রাতে

    আজ আর কোন কবিতা নয়।

  • একুয়া রেজিয়া

    পরশ পাথর হতে গিয়ে হয়ে গেছি একুয়া রেজিয়া,

    যা কিছু দামী, সবই নষ্ট হয়ে যায় আমার স্পর্শে।

    #দশকিয়া #দ্বিপক্ষ #একুয়ারেজিয়া #একুয়া #রেজিয়া #পরশ #পাথর #পরশপাথর #স্পর্শ

  • প্রেতাত্মা

    ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,
    ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।

  • আয়না

    তুমি আমার আয়না হও সই,
    আমি তোমার ভিতর র’ই।

    #আয়না #তুমি #আমি #সই

  • নদী

    আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।

  • ডুবে যেতে চাই

    এ নগরীর ন্যায় আমিও ডুবে যেতে চাই,
    তোমার সুগভীর অন্তরে।

  • অপহরণ

    তারা দু’জন পালিয়ে যাওয়ার পর খবর বের হলো-
    অমুক পাড়ার অমুক মোল্লার ছেলে তমুক ভাটের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।