ওরে প্রান সখি,
বলনা তোরে ছাড়া ক্যামনে একা থাকি…
Category: দ্বিপক্ষ
-
সখি
-
পরবাসী
যে দেশে তুমি নেই,
সে দেশে আমি পরবাসী… -
ভোর
ভোর তো আর হয় না শখি…
আমি এখন অন্ধকারেই থাকি… -
তুমি আছো কই?
সুরমার পাড়ে ঘুরে বেড়াবো সই…
তুমি আছো কই…? -
রাই
কাহার তরে বাসর সাজাও রাই,
কৃষ্ণ তো আর বৃন্দাবনে নাই। -
হারিয়ে যাওয়ার গান
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…সখি, একই সাথে হারাতে চাই এই বঙ্গে… -
জলের গান
তুমি পাহাড় চূড়ায় জল দেখে অবাক হও…
আমার চোখের জল দেখে নির্বিকার… -
নষ্টরা সব করেছে দখল
মতিউল ও কাদের এর রক্তের গন্ধ তোরা কেমনে ভুলে গেলি…
নষ্টের হাতে উঠে গেছে সব, তারই কি প্রমান দিলি? -
সোনার বাংলাদেশ
শুভ দিয়ে হোক শুরু শুভ দিয়েই শেষ…
শুভ হোক-সুন্দর হোক সোনার বাংলাদেশ…. -
ভাঙ্গা রেকর্ড
আমি হারিয়ে ফেলছি সব আমার মানসপট থেকে, সব যাচ্ছি ভুলে…
শুধু তোমার চলে যাওয়ার স্মৃতি ভেসে রয়েছে আটকে যাওয়া রেকর্ড এর মত…