Category: দ্বিপক্ষ

  • তাবিজ

    তোমার ঘরের দখিন কোণে,
    তাবিজ ঝুলাবো সই।

  • দীঘির জলে

    দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই,
    আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।

  • মাশরাফি

    লিগামেন্ট ছিঁড়ে ছিঁড়ে মাশরাফি হয়ে ওঠে “মাশরাফি”,
    তোমার ছলনা দেখে দেখে আমি হয়ে উঠি “প্রেমি”।

  • ভালবাসি

    আমি বাপু নাচতেও জানি নে, নাচাতেও জানি নে
    পারলে এসো ভালবাসি।

  • প্রেমের ম্যারাথন

    প্রেমের ম্যারাথনে আমিই পিছিয়ে ছিলাম বরাবর,
    আর তুমি বিজয়ীকেই বরণ করে নিলে।

  • ভালবাসবো

    প্রেম দিয়েছো কৃষ্ণকে সব,
    তাই বলে ভালবাসবো না!

  • বোবা

    বোবার শত্রু হয় না, প্রেমিকা হয় কি?
    হইলে পরে বন্ধ করি মুখ।

  • আটলান্টিস

    তুমি যত চাকরী খোঁজো চাকরী ডট কমে,
    ততটা খুঁজলে এ মনে আটলান্টিস খুঁজে পেতে।

  • চাঁদ ও ফাঁদ

    সে ভালবাসে চাঁদ,
    আমি বাসি ভাল তার হাসির ফাঁদ।

  • অধিকার

    নাগরিক অধিকার আছে,
    প্রেমাধিকার নাই?