সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো,
আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।
Category: দ্বিপক্ষ
-
খবর নিও
-
শাসন-শোষণ
তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম,
তুমি শোষণ শুরু করলা। -
তোমার গলায় ঐডা কী?
তোমার গলায় ঐডা কী দেহি তো!
খোলো ঐডা, ভালবাসার দড়ি বাইন্ধা দেই। -
ছলনা
তুমি যা শেখাও আমি শিখি তাই,
শুধু ছল শিখতে পারি নাই। -
ভালবেসে যাই
কে কবে ভালবেসে আহত হয় নি বলো দেখি সই!
আমিও আহত হবো জেনেই ভালবেসে যাই। -
কারাগার
তুমি কারাগার হবে সই?
আমি কয়েদী হই!!! -
অধিকার
অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় নয়,
হোক সে ভিটামাটি, হোক বা হৃদয়। -
তোমার খবর নাই
চীনা লোক দেশে আইলো,
দেশী তোমার খবর নাই। -
অন্তর্চক্ষু
যে আমারে চিনতে পারে অন্তর্চক্ষু দিয়া,
তাহার লাগি পরাণ রাখিমু যতন নিয়া। -
সর্বনেশে চোখ
তোমার সর্বনেশে চোখ,
আমার সর্বহারা হৃদয়।