Category: দ্বিপক্ষ

  • ব্যবসা

    ইট-কাঠেরই ব্যবসা হয়,
    হৃদয় তো আর পণ্য নয়।

  • ফ্লার্ট

    তুমি যখন ফ্লার্ট করো ফাল্গুনের লগে,
    উঠানে আমার লগে কান্দে বর্ষা…

  • দেওয়ালী

    এই দেওয়ালীতে তুমি আসবে তো আমার ঘরে আলো জ্বেলে?
    আমি ঘর অন্ধকার করে বসে র’বো তোমার আশায়।

  • প্রেম যমুনা

    ​প্রেম যমুনায় উথাল ঢেউ,
    আমি একাই ডুইব্যা মরলাম
    সঙ্গে নাই মোর কেউ।

  • বোঝ না

    তুমি জঙ্গি ভাল বোঝ,
    সঙ্গী বোঝ না।

  • বিনিময়

    তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন,
    এসো ফিরি বিনিময় প্রথায়।

  • স্থির

    তোমাতেই আমি স্থির,
    তোমাতেই অস্থির।

  • বসন্ত

    হৃদয় ক্যালেন্ডারে বসন্ত পাতা খেয়ে নিয়েছে উঁই পোকায়,

    সখি, শীত শেষে গ্রীষ্ম আসবে, আসবে না আর বসন্ত।

  • দেখছি তারে অন্তরে

    দুই চোক্ষে দেখি নাই, দেখছি তারে অন্তরে,
    জীবু’দা যেমন দেখছিল বনলতার মুখ আন্ধারে।

  • স্বপ্ন

    তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো,
    আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই।