Category: দ্বিপক্ষ

  • সূর্য ডোবা

    এই সন্ধ্যায় সখি,
    একলা ক্যামনে সূর্য ডোবা দেখি!

  • ব্যথা

    এমন করেই তুমি ব্যথা দিয়ে যাও সখি মোরে,
    আমি তা বুকেতে আগলে রাখি পরম যতন করে।

  • নিরুপায়

    যদি দর্শক খেলা না দেখতো হবে মাশরাফি হয় তো পাইলট হতো…
    কিন্তু তোমারে ভাল না বেসে আমার কিছু করার ছিল না…

  • পত্র

    তোমার পত্রের আশায় রই…
    আশা পূরণ হলো কই!

  • তুষার ঝড়

    তুমি যখন তুষার মাখো রাঙ্গা চরণে…
    আমার তখন স্বপ্ন ভাঙ্গে তুষার ঝড়ে…

  • প্রেম এখনো আছে

    প্রেম এখনো আছে স্বযত্নে যেমন ছিল আগে…
    শুধু, তুমি বিনা প্রেমের নাকি কেমন একা একা লাগে…

  • প্রেম

    তুমি প্রবলবেগে ছুঁড়ে মারো ঘৃণা…
    আমি প্রেম বলে ঘরে তুলি…

  • তুষার

    আমি তুষার হয়ে ঝড়ে পড়ি তোমার গায়ে…
    তুমি পাষাণে ঝেড়ে ফেলো…

  • যাইয়ো না সখি

    যাইয়ো না যাইয়ো না সখি একলা সুরমার পাড়ে,
    পথে ঘাটে কত মানুষ! নজর লাগতে পারে।

  • পূর্ণিমা

    আরেকটি পূর্ণিমা চলে গেল সই,

    তবু তুমি এলে কই?