কলিজা
আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।
আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।
যদি তোমারে না পাই প্রিয়তমেষু,তোমার এ দেহ আমার কাছে সাধারণ এক মাটির মূর্তি।
কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।
আজব এই দুনিয়া আজব তাহার রীতি,যে চলে যায় ছেড়ে তার লাগিয়াই পিরিতি।
তোমার আঁচলে ঘাম মুছিবো,অদম্য আমার সাধ।
আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না, যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।
বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ, তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?

এক জনমের তপস্যা আমার- কলিজার এই হাসি ছোঁয়ার।
দূর হোক কলিজা তোমার মনের যত দুঃখ- যদি তাতে আমার মনের দুঃখ বাড়ে, তা’ও।
কোভিড আমাদের মুখোশে অভ্যাস্ত করতে পারেনি, কারন আমরা সবাই মুখোশধারী। #মুখোশ #কোভিড #দ্বিপক্ষ #দশকিয়া
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)