এই যে আমি হারাইয়া যাইতেছি, আমারে অসুখে পাইতেছে। তুমি তার খোঁজ নিবা না? তুমিই তো আমার সকল অসুখের, সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী। তোমার এ সব অপরাধের দায় নিবা না? সখি, আইসিসও তো তাদের অপকর্মের দায় স্বীকার করে। কেউ জানে না- তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর। #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত
Category: দশদিগন্ত
-
স্বীকারোক্তি
-
মালিহা
মালিহা-
সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
নির্দিষ্ট কোনও রমণী আমার না,
আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।আমি সকল জগতের,
সকল যুগের।
সকল প্রেমিকের প্রতিনিধি।।“মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।
-
তুমি বললেই
আমার মত এমন শান্ত ছেলে কোথাও পাবে নাকো,
তাই বলছি নিজের তরেই আমার ছবি তোমার মনে আঁকো।তুমি বললেই সামলে নেবো সিনেমা দেখার লোভ,
তোমার কথায় মাটি দেবো বৃষ্টি ভেজার ক্ষোভ।তোমার জন্য জলাঞ্জলি নচিকেতার সব গান,
তোমার কথায় সারা শহর ধরবো নিজের কান।তোমার জন্য জীবনানন্দের সাথে দেবো আড়ি,
তুমি বললেই আর যাবো না সুলেখাদের বাড়ী।বইয়ের মাঝে পড়ে রবো, তুমি যদি বলো,
হাজার বছর চলতে পারি, যদি সাথে চলো। -
অবহেলা
কেন এই অবহেলা হে প্রিয়তমা,
বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে
সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা।
হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি,
ভিতরে আমি অন্ধকারে,
আমাকে আলোতে ডেকে নাও।এসো হে প্রিয়তমা,
স্নান করি এক সাথে পূর্ণ চাঁদের আলোতে।
তুমি চাইলে সময়ের কি সাধ্য আছে
আমায় রাখে বন্দী করে?