Category: ত্রিনেত্র

  • স্বাধীনতা

    আমাকে যদি বলো আরশ থেকে এনে দিতে হবে ভগবানের পদ চিহ্ন।
    আমি এনে দেবো-
    তার বিনিময়ে এ জাতির স্বাধীনতা চাই।

  • আঁধার

    আঁধারে হারায় চাঁদ,

    পথের বাঁকে তুমি-
    তুমি হীনা নিঃস্ব, একা আমি।