Category: ত্রিনেত্র

  • তোমাকে চাই

    সকালের নাস্তায় তোমাকে চাই,
    সন্ধ্যা আরতিতে তোমাকে চাই,
    মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা।
  • বসন্ত

    ঈশান কোণে তাকিয়ে দেখো সই…
    চাঁদটা কেমন উদাসে বলে-
    “এমন বসন্ত দিনে তোমার সঙ্গের সাথী কই…?”

  • সাম্রাজ্য

    এই যে ব্যস্ততম রানী!
    তুমি কাহার সাম্রাজ্যে পাহারাধীন নিশ্চিন্ত দুপুরে ঘুমাও?
    আমার যে ক্লান্ত দুপুর কাটে তোমার প্রহরী ভেদ কল্পে…

  • দূরত্ব

    আকাশে চাঁদ যতই ঝিলমিলি ঝিলমিল করুক
    তুমি থাকলে হাজার মাইল দূরে,
    হৃদয়ে কি আলো জ্বলে?

  • অবিচার

    কী সুখে তুমি ওদেশে থাকো?
    কী দোষে করো এ অবিচার,
    আমারে এমন কষ্টে রাখো?

  • কে তুমি

    যার পায়ে বাঁধিতে বেড়ী নুপুর হয়ে উঠি…
    যার গলে ফাঁসিতে বকুল হয়ে ফুটি…
    কে সে তুমি কে সর্বনাশী?

  • স্বপ্ন ভাঙ্গে

    স্বপ্ন বাড়ী যাবে পুজোর ছুটিতে…
    ছুটিহীন শহরে স্বপ্ন ভাঙ্গে…
    অপেক্ষা বাড়ে পুজোর…

  • ফেরা

    ও প্রাণ সই,
    পাখিরাও নীড়ে ফিরলো,
    তুমি ফিরলে কই?

  • তোমাতেই হতে চাই বন্দী

    আমি তো আকাশ চিনি,
    উড়তে জানি ডানা মেলে,
    কিন্তু তোমাতেই হতে চাই বন্দী।

  • খবর

    সখি তোমার চোখ
    কতটা আলো ছড়ায়, কতটা ছড়ায় অন্ধকার
    খবর রাখো কি?