Category: ত্রিনেত্র

  • শিউলী

    এভাবেই চলে যেও না,
    ভোরটা হতে দাও-
    ভোরের আলোয় একটু তোমায় দেখি।

  • ransomware

    ransomware তোমার বাড়ী পাঠাব,

    বড় করে লেখা থাকবে –

    মেয়ের বিনিময়ে সব ফেরৎ নাও।

  • ভাঙ্গারী

    ভাঙ্গারীওয়ালা যখন কড়া নাড়ে দরজায়…

    ঠিকই তো হাজির হও ভাঙ্গা হাড়ি-কলসি নিয়ে…

    আমার বেলায় ভাঙ্গা মনে কেন বেরিয়ে আসো না প্রিয়…?

  • নীড়

    খাঁচা নয়, হৃদয়টাকে নীড় বানাও,

    পাখি যতই দূরে যাক-

    নীড়ে সে ফিরবেই।

  • বরং মন খারাপ হবো

    — শুনলাম তোমার নাকি সারাক্ষন মন খারাপ থাকে!

    — তো!

    — আমি তাহলে মন খারাপ হবো।

  • ক্ষ্যাত

    সখি, ক্ষ্যাত বলে অবহেলা করো না আমায়,
    এই ক্ষেতেই তুমি করতে পারো উন্নত মানের গোলাপের চাষ।
    সখি, জানোই তো ইট-কাঠের হৃদয় যতই স্মার্ট হোক, তাতে গোলাপের চাষ হয় না।

  • মা

    ভালবাসলে,
    “তা”রে ভোলা যায় না,
    “মা”রে ভোলা যায়।

  • মানুষ

    মানুষ বড় আজব ভাই…
    সকালে যারে বেশ্যা বলে দেই গালি…
    সন্ধ্যার পরে তারেই চাই…

  • সত্য

    কথা সত্য ভাই…
    এ জগতে মানুষ যত…
    তৎসম মনুষ্যত্ব নাই…

  • বিষ

    হাতের কাছে রেখেছি এক পেয়ালা বিষ।
    ভালবাসতে না পারিস যদি,
    তাই খাইয়ে দিস॥