Category: ত্রিনেত্র

  • ঈদ

    আজ কোন মাসের-
    কতো তারিখ জানি না সখি,
    তবে, আজ এ হৃদয়ে ঈদ।

    #ঈদ #মাস #তারিখ #সখি #হৃদয়

  • স্বর্গোদ্যান

    ৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
    তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
    সে বললো আমি পৃথিবীর রহস্য, আমিই স্বর্গোদ্যান।

    #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #স্বর্গোদ্যান #রহস্য

  • লিজা

    ৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
    তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
    সে বললো আমি লিজা।

    #লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী

  • তৃষ্ণা

    তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
    তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
    আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।

    #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা

  • প্রাকৃতিক প্রেম

    এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
    আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
    নির্ভেজাল ভালোবাসা।

  • গহীন বন

    এ দেশটা যদি কোন গহীন বন হতো,
    তবে বড় ভাল হতো।

    রোজ ভোরে কোন বোনের আর্তনাদ শুনে ঘুম ভাঙ্গতো না।

  • স্বাধীনতা

    দুয়ারে এসেছে ভিখারী।
    ডাকিছে তোমায়,
    দ্বার খোল হে স্বাধীনতা।

  • স্মৃতিস্থির

    আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,
    আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-
    যেখানে ছিলাম সেখানেই।

  • ঐশী

    ঐশী, সেই অভাগার নাম,
    এতিম হওয়ার সাথে জুটলো-
    পিতৃ-মাতৃ খুনের বদনাম।

  • হৃদয় ছুঁয়ে দেখলে না!

    আমার হাত ছুঁয়ে দেখলে,
    কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
    সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না!