ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভয়

তোমারে পাইবার পর- হারানোর ভয় যদি না আসে মনে, তবে তোমারে পাইলাম কোনখানে?

প্রতীক্ষা

পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-যন্ত্রণা তোমাকে না পাওয়ার!সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার! #দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি ‌#জ্বালানি

নিঃশব্দ

বঞ্চিত প্রেমিকের যাতনা, আর লুন্ঠিত প্রেমিকার বেদনা, কেউ শুনতে পায় না।

রাধে

কাঁদছি কি আর সাধে! বৃন্দাবনে এসে দেখি কুঞ্জেতে নাই রাধে

প্রিয়তমেষু মণি

তোমাকে নিয়ে আমার কোন কাব্য- নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে, আজ তার হলো অবসান। #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া

হায়! হায়!

এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ,নিন্দুকেরা বলবে শুধু-হায়! হায়! সব শেষ, সব শেষ!

নেশা

চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!আমি রেফারিও না, দর্শকও না।আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা। #চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা

আর কোন পোস্ট নেই।