Category: চতুর্বেদ

  • খুন

    আমি খুন হয়ে যাই তোমার চোখে,
    আবার তোমার ছোঁয়ায় জন্ম লই।
    এ তোমার কেমন খেলা,
    বাঁচাও কেন যদি মারোই।

  • ঘোর

    তোর ঘোর লাগানো চক্ষু…
    আমি পিপাসার্ত মুসাফির…
    ঐ চোখে ঠান্ডা দীঘির জল…
    আমি তাতে সাঁতার কাটতে অধীর…

  • খেলো না

    তুমি যেথায় খুশি সেথায় থাকো,
    ভেড়ামারা বা ভেরোনা।
    দোহাই সখি তোমার আল্লার,
    মন নিয়ে এমন খেলো না।

  • তপস্যা

    একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম;

    অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

  • চাঁদ

    কারো কাছে চাঁদ ধরোনের ফাঁদ আছে?
    শখির জন্য রাইখ্যা দিতাম,
    শখি আমার দেশে আইলে
    তার কপালে আঁইক্যা দিতাম।

  • বিনিময়

    হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই,
    টাকা-পয়সার নাই কারবার।
    তুমিও জয়ী হলে আমিও
    ভয় নেই কারো হারবার।

  • দর বাড়বেই ভালবাসার

    দর বাড়বেই ভালবাসার,
    যখন তুমি ঠোঁট মিলিয়েছো
    পুঁজিবাদীদের সাথে।

  • বহুগামী

    সখি তুমি খাদিজার মত বহুগামী না হও,
    আমিও না হই বদরুলের মত খুনী।
    দু’জনা হই দু’জনার,
    আমাদের হোক লাল-নীল সুখের সংসার।

  • অজ্ঞাতনামা

    তেলবাজীকে না বলুন,
    আয়নাবাজীকে না।
    দলে-বলে হলে চলুন,
    আয়নাবাজীর সাথে দেখুন অজ্ঞাতনামা।।

  • তোমার চোখে

    সখি তোমার চোখের দিকে তাকিয়ে আমি
    ভুল করে যাই খুব,
    সাঁতার কাটতে যেয়ে তোমার প্রেমে দেই
    ইচ্ছে মত ডুব।