Category: চতুর্বেদ

  • সখি

    সখি,
    লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
    চোখ লুকালে রোদ চশমায়,
    মন লুকাবে কিসে!

    #সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন

  • নারী

    নারীর চুলের আগা থেকে
    পায়ের ধুলোবধী প্রেম।
    সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-
    সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।

  • অধিকার

    বাঁচার অধিকার তেমন-

    আন্দোলিত হোক,

    চা বাগিচার কলি যেমন-

    নতুন হাওয়ায় আন্দোলিত হয়।

  • প্রতারণা

    সখি, প্রতারণার মামলায় কোন প্রেমিকা গ্রেফতার-

    হয় নি বলে ভেবো না সব প্রেমিকাই ধোয়া তুলশী পাতা।


    প্রতারণার মামলায় যদি ফাঁসি হয় তবে-

    ক্লিওপেট্রার মরণোত্তর ফাঁসি দিয়েই শুরু হবে।

  • অমরত্ব

    তোমাকে পুণ্ড্রবর্ধন থেকে পরশুরামের সেই-

    অমরত্ব কুয়ার জল এনে খাইয়ে দিবো একদিন,

    অমর হয়ে যাবে সখি।

    তখন বুঝবে একাকীত্বের কী নিদারুণ জ্বালা।

    #চতুর্বেদ#দশকিয়া#অমরত্ব#পুণ্ড্রবর্ধন#পুণ্ড্রনগর#মহাস্থান#পরশুরাম#সখি

  • জাতিস্মর

    একই শহরে-

    একই মহল্লায় আমাদের বসত,

    অথচ চিনি না তোমায়।

    দেবী, যেন সহস্র মাইল দূরে-

    সহস্র পূর্ব বর্ষ-

    আমাদের ছিলো না পরিচয়।

    সহস্র বর্ষ পরে অপরিচিতা,

    তোমায় কেন আজ-

    বড্ড চেনা মনে হয়?

    কেন আজ রক্তেরা আন্দোলিত-

    হয় তোমার জন্য

    হৃদয়ের শিরায় শিরায়।

    #চতুর্বেদ#দশকিয়া#দেবী#জাতিস্মর

  • sudo rm -rf /তুমি

    মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,

    sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।

    পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,

    পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।

  • সমর্থক

    হেরে যাওয়া দেশটার সমর্থক আমি,

    হেরে যাওয়া প্রেমিক আমার ভাই।

    তুমি যত বড় খেলুড়ে হও প্রেমিকা-

    তোমার আকাশেও উড়বে দেখো বিরহ পোড়া ছাই।

    #চতুর্বেদ#দেশ#প্রেমিক#প্রেমিকা#আকাশ#দশকিয়া

  • কূটনীতি

    রাজনীতি তুমি মহান,
    তুমি অবিনশ্বর।
    তোমার কাছে হয়তো কোনদিন,
    হারবেন সয়ং ঈশ্বর।

  • ভরসা

    সন্ধ্যা, মোমের বাতি
    জানালায় খেক শেয়ালের হাঁক,
    ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
    আমার বুকে সারাটি জনম থাক।