যে আমাকে বোঝেনি কখনো,
যে আমাকে কোন নাম দেয়নি,
তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।
যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
যে আমাকে বোঝেনি কখনো,
যে আমাকে কোন নাম দেয়নি,
তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।
যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
রাধে….
কোথায় তুমি?
কাহার বুকে-
ঘুমাও নিরাপদে!
হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,
হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়।
বাক্স ছেড়ে বেরিয়ে এলে,
হাওয়ায় মিলিয়ে যায়।
রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;
প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল।
তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,
এ ভালবাসার গভীরতা সীমাহীন।
তিতাসের রঙ্গিলা হাওয়া-
লাগিয়ে গায়ে,
চলছে গাড়ী এঁকেবেঁকে-
ডানে-বাঁয়ে।
প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,
প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
ভালোবাসার আসল পরীক্ষা শুরু।
চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
একদিন হানা দিবো তোমার দেশে।
তোমার শহরের অলিগলি ঘুরে-
একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।
#শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া
চল সখি,
আরেকবার মান করি।
আরেকবার তোকে ফিরে পাওয়ার,
সুখে ভাসতে চাই।
#সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া
আমার সমস্ত আকর্ষণ তোমার দিকে,
সখি তুমি আমার গ্রাভিটি।
তুমি যদি হাল ছেড়ে দেও
আমি তো তবে শুণ্যে ভাসি।
#গ্রাভিটি আকর্ষণ #সখি #হাল #শুণ্য
আমার মাথা ব্যথার কারন তুমি সখি, তুমিই তাহার দাওয়াই। তোমার চোখের আগুনে জ্বলি সেই আগুনে দুঃখ পোহাই। #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ