প্রতীক্ষা
রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়- পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো। তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার- প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে
রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়- পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো। তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার- প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে
তোমার মতো ভাত, অথবা – ভাতের মতো তুমি। কাছে পেলে যতটা না ক্ষুধা, দূরে গেলে বহুগুণ।
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু, রোজা ভঙ্গ করতেও রাজী। মির্জা গালিবের চ্যালা আমি, তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
প্রিয়তমেষু লিরা,আমাদের এই প্রেমটা ঠিক পয়সার মতো নয় কি?কাগজে আমরা এর হিসাব করি ঠিকই,কিন্তু দেনলেনের সময় রাউন্ড ফিগারের নামে বাদ দিয়ে দেই না! টিকাঃ প্রেমিকার
প্রেম তো সখি শাঁখের করাত, আমার দিকে কাটছে দেখে হাসছো তুমি! তোমার দিকেও কাটছে দেখো চেয়ে সমান অনুপাত।
গুলশানের কর্পোরেট বাজারে বিক্রী হয়ে যাওয়া ছেলে, কিংবা দৌলতদিয়ার নিষিদ্ধ বাজারে বিক্রী হয়ে যাওয়া মেয়ে, কেউ ফেরে না। একবার পা ফসকে আটকে গেলে জালে, কেউ
আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে, সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে। অথচ সে জানে না ভালোবাসা- নুপুরের চেয়ও কঠিন শেকল।
যে আমাকে বোঝেনি কখনো, যে আমাকে কোন নাম দেয়নি, তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো। যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
রাধে…. কোথায় তুমি? কাহার বুকে- ঘুমাও নিরাপদে!
হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়। বাক্স ছেড়ে বেরিয়ে এলে,হাওয়ায় মিলিয়ে যায়।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)