চাই তো শুধু কেউ অধিকার লইয়া কউক “ভাত দে, কাপুড় দে, চুলের গোছায় জবা বাইন্ধা দে”।
Category: একাশশী
-
মিথিলা নগরী
মিথিলা নগরীতে লক্ষ্মণ একা, উর্মিলা তুমি কই?
-
নাসির
সখি, কথা দাও নাসিরের মত ফিরে আসবে ঠিক।
-
জঙ্গি
সখি, তিনদিন খোঁজ নেই বলে জঙ্গির তালিকায় তুলে দিলে!
-
দুর্গতিনাশীনি
যাওয়ার আগে দিও মাগো অসুর বধ এর মন্ত্র।
-
শুদ্ধতা
প্রেমিকা আমার, স্থির হও প্রেমের শুদ্ধতায়।
-
ক্রিকেটিও প্রেম
ম্যাচ হেরে গেলে ব্রেকাপ।
-
পরজনম
সখি, এমন করে চিনবে তো পরজনমেও?
-
সাধ্য
তোমায় ভুল বুঝবো এমন সাধ্য কই আমার!
-
আফ্রোদিতি
সখি, প্রেমের দেবী আফ্রোদিতির জন্মের বহুকাল আগেই তোমাকে ভালবেসেছি।