সিয়েরা লিওন চোখে আঙ্গুল দিয়ে বলে…
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
সিয়েরা লিওন চোখে আঙ্গুল দিয়ে বলে…
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
শখি, তোমারে ছাড়াই তো পার করে এলাম দীর্ঘ্য ২৮টি বসন্ত…
তুমি বিনা বিষন্ন সন্ধ্যা কাটে একলা চাঁদের সাথে…
ল্যাম্প পোষ্টের মত জীবনটাও এক পায়ে দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে।
আলাদিনের চেরাগ পাইলে তিনবারেই তোর নাম বলিতাম।
মন খারাপের কাব্য তো সব তোমার নামেই লেখা।
সবাই ভাবলো লাল টিপ,
শুধু দু’জনই জানে ওটা সিঁদুর।
এতো শত মিথ্যুকের ভীড়ে প্রেমিক ব্যাটাই বেমানান।
ভাবলাম বসন্ত এসেছে, তুমি বললে শীত।
সখি, মেসি তো ফিরছে, তুমি ফিরবে কবে?