আমি শব্দ ভেঙ্গে কাব্য করি আর তুমি বলো ঢং!
Category: একাশশী
-
ভয়ঙ্কর
বুলেটের চেয়ে নারীর অভিমানকেই ভয়ঙ্কর জানি।
-
পণ
সখি,
তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর। -
আচরণ
মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর ঘুমও তোমার মত আচরণ করে, কিছুতেই ফিরে আসে না। -
দায়ভার
আমার জীবন রাজশাহীর মত মরুভূমি করে দিয়ে তুমি মমতার মত বলে দিলে- এর দায়ভার আমার না। -
ভজন
তুমি দেবতায় ভজ না, তুমি ভজ অসুরে।
-
আলো
যে আমারে বাসবে ভাল, তার ঘরেই জ্বালবো আলো…
-
সিজোফ্রেনিয়া
আমি তোমার সিজোফ্রেনিয়া হয়ে বাঁচতে চাই…
-
শব্দ
আমি শব্দ ভেঙ্গে কাব্য করি আর তুমি বলো ঢং!
-
বনলতা
অমাবশ্যা রাইতে আমি তোমারে দেখি আন্ধারে…