ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

বেহায়া

সখি আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা…

সপ্তদশী

তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।

চিৎকার

মন খারাপ হলে সবাই কাঁদে না, কেউ কেউ চিৎকার, চেচামেচি করে।

যাচ্ছি না

সখি, যাচ্ছি যাচ্ছি বলছি তবু, যাচ্ছি না কো কোথাও।

ভন্ডামি

আসেন জনাব, রাম-রহিমে যুদ্ধ বাঁধিয়ে মজা লই।

পুনর্জন্ম

তোমাকে পাওয়ার জন্য হাওয়া, আবার জন্মাবো আদম হয়ে। #পুনর্জন্ম #হাওয়া #জন্ম #আদম

ডিজার্ভ

তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু। #ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া

গল্পটা শেষ

হে তাইরে বালা ফায়, তাই জানে না। #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া

প্রেম

জগতের সব প্রেম আমার উপর ভর করুক, আমি প্রেমের জলে ডুবে মরতে চাই।

আর কোন পোস্ট নেই।