ভুল বুঝিও না গো কণ্যা
ঘুম ভাঙ্গানির দায়,
এই শীতে কি তোমায় ছেড়ে
একলা বাঁচা যায়!
Category: দশকিয়া
-
একলা বাঁচা
-
জ্বর
তোমার এমন জ্বর হোক,
যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে।
তোমার এমন মাথা ব্যথা হোক,
যেন আমার চুমু বিনা তা না সারে।
প্রিয়তমেষু, তোমার এমন অসুখ হোক,
আমি বিনা যার কোন দাওয়াই নেই।
#জ্বর #অসুখ #প্রিয়তমেষু #দাওয়াই
-
তুমি আমার শাক, তুমি সবজি
আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
-
প্রার্থণা
আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,
বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।
পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,
তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও। -
তৃষ্ণা
এতো কিছু খাই, সিঙ্গাড়া, বার্গার,
শুধু তোমারেই খাইতে পাই না কাছে।
তোমার তৃষ্ণায় যদি মরে যাই আমি কষ্ট পাবো না,
কষ্ট পাবো যখন লোকে তোমায় জামাই খেকো বলবে পাছে। -
কলিজা
আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,
জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ। -
ভয়
তোমারে পাইবার পর-
হারানোর ভয় যদি না আসে মনে,
তবে তোমারে পাইলাম কোনখানে?
-
যদি
যদি তোমারে না পাই প্রিয়তমেষু,
তোমার এ দেহ আমার কাছে সাধারণ এক মাটির মূর্তি। -
ডিসি হিল
তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার। -
দেখা যেন হয়
পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।