ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

পিরিতি

আজব এই দুনিয়া আজব তাহার রীতি,যে চলে যায় ছেড়ে তার লাগিয়াই পিরিতি।

প্রতীক্ষা

পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-জন্ত্রনা তোমাকে না পাওয়ার!সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার! #দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি ‌#জ্বালানি

সাথী

আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না, যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।

প্রতীক্ষা

রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়- পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো। তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার- প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে

বাবা

বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ, তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?

ভাত ও তুমি

তোমার মতো ভাত, অথবা – ভাতের মতো তুমি। কাছে পেলে যতটা না ক্ষুধা, দূরে গেলে বহুগুণ।

নিঃশব্দ

বঞ্চিত প্রেমিকের যাতনা, আর লুন্ঠিত প্রেমিকার বেদনা, কেউ শুনতে পায় না।

তপস্যা

এক জনমের তপস্যা আমার- কলিজার এই হাসি ছোঁয়ার।

গালিবের চ্যালা

প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু, রোজা ভঙ্গ করতেও রাজী। মির্জা গালিবের চ্যালা আমি, তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?

আছি?

এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে, আকাশের দিকে মুখ করে, এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি। আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস

আর কোন পোস্ট নেই।