তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।
ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।
বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।
ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।