৩০২০ সাল, পুরো পৃথিবী এখন রোবটের হাতে, ঢাকা নামক শহরের আনাচে কানাচে রোবটের পাশাপাশি বাস করে কিছু বেওয়ারিশ মানুষ।
তাদের অত্যাচারে একদল রোবট ‘রোবট বন্ধন’ করেছে “বেওয়ারিশ মানুষ হতে পরিত্রাণ চাই”।
মেয়র সাহেব তখন সিদ্ধান্ত নিলেন ‘বেওয়ারিশ মানুষগুলোকে মেরে পুতে ফেলা হবে’, যদিও ৩০১৯ সালের আইনানুসারে তা দণ্ডনীয় অপরাধ।
ঢাকা শহরে বেওয়ারিশ কুকুর নিধনের প্রতিবাদে লেখা একটি ফিকশন।