মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,
sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।
পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।
মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,
sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।
পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)