নারীবাদী আমি,
সারাদিন এ নিয়ে এখানে-ওখানে মিছিল-মিটিং শেষে…
ক্লান্ত আমি; একটু শান্তির জন্য ছুটে যাই উর্বশীর দুয়ারে…
মাঝরাতে ওর ঘর থেকে বের হতে হতে মনে মনে বলে উঠি “মাগী কোথাকার”।
ফিরে আসি ঘরে, স্বামী ভক্ত স্ত্রী আমার খাবার নিয়ে বসে আছে ঘুমো ঘুমো চোখে।
আমার মুখের মদ এর গন্ধে তার বমি চলে আসে; আমি চিৎকার করে উঠি-
মাগী কোথাকার, কোথা থেকে বাঁধিয়ে এসেছিস…?
Leave a Reply