শয়তানের সাথে একবার সময় নিয়ে দেখা করলাম তার চেম্বারে, গিয়া সব কিছু দেখে শুনে বললাম- তোমার অবস্থা তো ভালই দেখতেছি, তাইলে তোমার এতো বদনাম ক্যান?
শয়তান উত্তর দিলো- ভাইরে ভাই, মনুষ্যত্ব যে এতো খারাপ তা যদি আগে জানতাম তারে হাজারবার সিজদা দিতাম। এতো খারাপ প্রজাতি আমি আমার ইহ জীবনে দেখি নাই, তারা নিজেদের সব বদ কাজকর্মগুলার দায়ভার আমার ঘাড়ে চাপাইয়া দিয়া কয় তা নাকি শয়তানি!
আমি লজ্জায় বললাম- শয়তান ভাই, আমার একটু জরুরী কাজে এখনি একটা মন্ত্রনালয়ে যাইতে হইবো, খুব জরুরী মিটিং।
শয়তানের চোখ মুখ দেখলাম চুপসে গেছে, বললো- যান ভাই, আকাম-কুকাম যা’ই করেন, খালি আমারে ফাঁসাইয়েন না; প্লিজ।
#শয়তান #মানুষ
Leave a Reply