ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

– এই দাঁড়ান, এই তিন দিন কই ছিলেন?
– কোথাও না।
– কোথাও না মানে! কোথাও তো ছিলেন।
– মঙ্গল গ্রহে গেছিলাম, মা-বাবার সাথে দেখা করতে।
– মঙ্গল গ্রহেই যান আর চন্দ্র গ্রহণেই যান…
– চন্দ্র গ্রহণে ক্যামনে যায়!
– মঙ্গল গ্রহে ক্যামনে যায়?
– মঙ্গল গ্রহ তো একটা গ্রহ, স্থান, রকেটে যাওয়া যায়, আর চন্দ্র গ্রহণ তো সময়, কাল।
– টাইম ট্রাভেলের কথা শোনেন নাই?
– ওহ! আচ্ছা, বুঝছি।
– আপনি বোঝেন বা না বোঝে তা বুঝে আমার কাজ নাই।
– সেই কাজের কথাটাই বলো, কেউ দেখে ফেল্লে সর্বনাশ হয়ে যাবে।
– বাকী রইল কই!
– কী বাকী রইল কই?
– সর্বনাশ!
– বুঝি নাই।
– তোমার চোখে দেখেছি সখা আমার সর্বনাশ!
– বুঝছি, এবার কাজের কথাটা বলো।
– নেক্সট টাইম মঙ্গলে যাও আর নেপচুনেই যাও এসে কিন্তু আমাকে পাবে না, আমি অন্য কোন গ্যালাক্সিতে চলে যাব।
– যাওয়ার সময় মঙ্গলের পাশ দিয়ে যাবে, আমি লাফ দিয়ে উঠে পড়ব, ওকে?
– ধ্যাঁত, আমি আগেই জানতাম তুমি এমন খারাপ। জেনেশুনে নিজের সর্বনাশটা করলাম! :/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।