বল্টু যাচ্ছে বাড়ী…..
ছুটছে বেধম গাড়ী…..
পাশে বসা এক ভদ্রলোক…..
বল্টু বলে মনে মনে একটু মজা হোক…..
প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী?”…..
প্রশ্ন শুনে অবাক হন তিনি…..
উত্তরে বলেন ভদ্র মহাশয়…..
আমি খাঁটি বাংলাদেশী, জাপানী নয়…..
ক্ষমা চায় বল্টু, বলে “সরি”…..
আপনাকে অন্য একটা প্রশ্ন করতে পারি?…..
উত্তরে বলেন ভদ্র লোক…..
তবে তাই হোক…..
আবার প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী?”…..
প্রশ্ন শুনে বিব্রত হন তিনি…..
সামলে নিয়ে নিজেকে, উত্তর করেন দিয়ে ছোট্র একটা হাসি…..
জাপানী নই আমি, আমি খাঁটি বাংলাদেশী…..
আবার বল্টু ক্ষমা চেয়ে বলে “সরি”…..
শেষবার একটা প্রশ্ন করি…..
আবার প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী”…..
প্রশ্ন শুনে উত্তর দেন তিনি…..
হুম আমি ভাই জাপানী…..
এসেছি এদেশে কামাতে মাল-পানি…..
হেসে বলে বল্টু…..
মিথ্যে কেন বলছেন ফালতু…..
চেহারা দেখেই বুঝতে পারছি বাংলাদেশী ভাই…..
বলেন গুরু জনে “মিথ্যে বলতে নাই”…..