ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

জ্বী, অনেকেই শুনে থাকবেন গতকাল হঠাৎ সিলেট শহর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে এবং অদ্ভূত একটি শব্দ হয়; আর যারা সিলেটে আছেন তারা তো ব্যপারটা নিজেরাই উপলব্ধি করেছেন। অনেকেই বলছেন হঠাৎ বাংলাদেশে কেন এলিয়েন আসবে? এর উত্তরটা একটু লম্বা, ধৈর্য্য সহকারে পড়ুন-

১। আমরা অতিথী পরায়ন জাতি এটা ইউনিভার্সাল ট্রুথ, এলিয়েনরাও তা জানে। কিন্তু এতোদিন আমরা ছিলাম নিম্ন আয়ের দেশ, তাই এলিয়েনরা আমাদের খরচ বাড়ানোর পক্ষে ছিল না। এখন আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি, তবে সে জন্যও তারা আমাদের দেশে আসে নি।

২। তারা এতোদিন আমেরিকাতেই আসতো, হলিউডের সিনেমাগুলোতে আমরা তা দেখেছি। কিন্তু সম্প্রতি ট্রাম্পের বেশ কিছু নিষেধাজ্ঞার তালিকায় ভিন গ্রহের বাসিন্দারাও ছিল।

এই দুইটা বিষয় মিলিয়ে তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার, গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে এলিয়েনের প্রথম স্পেসশীপটি সিলেটে অবতরণ করে।

Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO) চেয়ারম্যান দেলোয়ার বখত এ বিষয়ে বলেন “মূলত পরবাসিনী সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ই এপ্রিল, তার জন্যই শুভেচ্ছা জানাতে তারা এসেছিলেন। ফিরে যাওয়ার আগে তারা দেশের সকল সিনেমা প্রেমী মানুষদের দলে-বলে-হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেন এবং বাংলাদেশের সিনেমায় তাদেরকে নিয়ে পজিটিভ চরিত্র হিসেবে দেখানোর জন্য পরবাসিনীর পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন”। ♥

 

#পরবাসিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *