ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ডাক্তার বাবু, ডাক্তার বাবু…
আপনি আসেন না কেন ডাক্তার বাবু?

জানেন আমি এখন হাঁটতে পারি!
ডান পাঁয়ের ব্যাথাটা যদিও কিঞ্চিত রয়ে গেছে…
আপনি এলে বুঝি তাও সেরে যাবে…

ডাক্তার বাবু, আপনি কোথায় ডাক্তার বাবু?
হতচ্ছাড়ি নার্সের হুল ফোঁটানো ইঞ্জেকশন নিতে বড় কষ্ট হয়…

জানেন! আমি এখন দুটো হাতই নাড়াতে পারি…
বিকেলে যখন বেড থেকে বারান্দায় যাই, তখন মনে হয় ইস!
কেউ যদি হাতটা ধরে নিয়ে যেতো…

আমার চাওয়ার কি কোন দাম নেই ডাক্তার বাবু?
মাঝরাতে যখন সমস্ত হাসপাতাল গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমি কারো প্রতিক্ষায় রই…
গতরাতে হঠাৎ যখন দরজার পর্দাটা মৃদু কেঁপে উঠলো, পর্দার সাথে আমার হৃদয়ও…
মনে হলো, এই বুঝি শেষ হলো আমার প্রতিক্ষা…

ডাক্তার বাবু, মুহুর্তেই আমার ভুল ভাঙ্গে, যখন আমার মুখে অসহ্য আঘাত করে একরাশ ঠান্ডা হাওয়া…

ডাক্তার বাবু, ডাক্তার বাবু…
তুমি আসো না কেন ডাক্তার বাবু?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *