আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
তুমি কেন ডেকে নিলে,
সঙ্গী হলে?
বিশ্রামের অযুহাতে একা রাখো,
এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!
আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
তুমি কেন ডেকে নিলে,
সঙ্গী হলে?
বিশ্রামের অযুহাতে একা রাখো,
এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)