শুনলাম তুমিও নাকি যোগ দিয়েছো সিন্ডিকেটে,
ভালবাসা করছো জমা সিন্দুকেতে?
বুঝতে যদি করছো কী পাপ! বুঝে-শুনে,
ভালবাসা করতে আপন গুনে-গুনে।
বুঝবে ঠিকই চোর পালাবে যেদিন ঘরে সিঁদ কেটে।
কত মানুষ প্রেম না পেয়ে মরছে হাটে-মাঠে,
কত মানুষ যাচ্ছে বিদেশ জল পথে।
শুনলাম তুমিও নাকি যোগ দিয়েছো সিন্ডিকেটে,
ভালবাসা করছো জমা সিন্দুকেতে?
বুঝতে যদি করছো কী পাপ! বুঝে-শুনে,
ভালবাসা করতে আপন গুনে-গুনে।
বুঝবে ঠিকই চোর পালাবে যেদিন ঘরে সিঁদ কেটে।
কত মানুষ প্রেম না পেয়ে মরছে হাটে-মাঠে,
কত মানুষ যাচ্ছে বিদেশ জল পথে।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)