ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

এটা একটা সোজাসাপ্টা পাগলালয়; অনেক থাকবে লেখা আবোল-তাবোল, কিন্তু আপনি পারবেন না মাইন্ড খাইতে।

কারণ, পাগলে কী না বলে!

পাগলামীর নমুনা

সুপ্রিয়া

প্রিয়তমেষু সুপ্রিয়া, তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার? জয় কল্যাণীয়েষু

পিরিতি

আজব এই দুনিয়া আজব তাহার রীতি,যে চলে যায় ছেড়ে তার লাগিয়াই পিরিতি।

প্রতীক্ষা

পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-জন্ত্রনা তোমাকে না পাওয়ার!সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার! #দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি ‌#জ্বালানি

সাথী

আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না, যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।

স্ট্যাটাস

Rose

নামের মতো সুবাসিত-সুন্দর হোক তোমার জীবন।

প্রতীক্ষা

রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়- পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো। তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার- প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে