তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?
যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
যে দোকান থেকে সে রোজ বাজার করে,
যে কসাইর থেকে সে মাংস কেনে,
তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?
যে শহরে সে বসবাস করে,
যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
ও সবই আমার কেন আপন মনে হয়?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?