আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,
বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।
পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,
তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।
বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।
পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,
তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)