ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

কলিজা

কণ্যা কত ঘুমাবা আর?একলা যে দম বন্ধ হয়ে আসে!দিবা-রাতি একাকার হয়ে ওঠেতুমি যে নাই পাশে। লিখবো বলে মহা কাব্যকলম নিয়েছি হাতে,কলম তো আর চলে না

একলা বাঁচা

ভুল বুঝিও না গো কণ্যাঘুম ভাঙ্গানির দায়,এই শীতে কি তোমায় ছেড়েএকলা বাঁচা যায়!

জ্বর

তোমার এমন জ্বর হোক, যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে। তোমার এমন মাথা ব্যথা হোক, যেন আমার চুমু বিনা তা না সারে। প্রিয়তমেষু, তোমার

তুমি আমার শাক, তুমি সবজি

আমি এক গরীব প্রেমিক রোকসানা, যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায় ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা তাজা শাক-সবজি। যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে বেশি

এই কি সুখ?

তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে? ও খোদা,

প্রার্থণা

আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।

তৃষ্ণা

এতো কিছু খাই, সিঙ্গাড়া, বার্গার,শুধু তোমারেই খাইতে পাই না কাছে।তোমার তৃষ্ণায় যদি মরে যাই আমি কষ্ট পাবো না,কষ্ট পাবো যখন লোকে তোমায় জামাই খেকো বলবে

কলিজা

আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।

তুমি চাইলে

তুমি চাইলে বুনো ঘাস হবোতুমি চাইলে ডাহুকতুমি চাইলে রাখাল হবোতুমি চাইলে মাহুত তুমি চাইলে ভিলেন হবোতুমি চাইলে নায়কতুমি চাইলে সুরকার হবোতুমি চাইলে গায়ক তুমি চাইলে

ভয়

তোমারে পাইবার পর- হারানোর ভয় যদি না আসে মনে, তবে তোমারে পাইলাম কোনখানে?