পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)