ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

লোভ

প্রিয়তমেষু লিজা ইসলাম এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না। – জয় কল্যাণ

ভয়

কাটে না তোমার ঘোর, কাটে না প্রতীক্ষার প্রহর, কাটে না রাত, আসে না ভোর। কাটে না হারানোর ভয়, যদি তোমাকে হারাতে হয়, গোটা পৃথিবী করবো-

প্রেমিকার মুখ

কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।