ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

যদি

যদি তোমারে না পাই প্রিয়তমেষু,তোমার এ দেহ আমার কাছে সাধারণ এক মাটির মূর্তি।

ডিসি হিল

তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল। ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের। বেদেনি মেয়ের

অগোছালো প্রেম

আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়। দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো

প্রিয় পানীয়

প্রিয়তমেষু ঈভ, গন্ধমের বদলে বিষ হলেও আমি তা পান করতাম, তোমার দেয়া বিষও আমার কাছে প্রিয় পানীয়। – এডাম

ভালোবাসা

লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স

দেখা যেন হয়

পাইলে চিঠি উত্তর দিওএমন ভাবে উত্তর দিওসুখের কান্না হয়। সময় পাইলে দেখা দিওএমন সময় দেখা দিওবুকে মাথা রাখা যায়। খবর পাইলে বাড়ি আসিওএমন সময় বাড়ি

লোভ

প্রিয়তমেষু লিজা ইসলাম এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না। – জয় কল্যাণ

ভয়

কাটে না তোমার ঘোর, কাটে না প্রতীক্ষার প্রহর, কাটে না রাত, আসে না ভোর। কাটে না হারানোর ভয়, যদি তোমাকে হারাতে হয়, গোটা পৃথিবী করবো-

প্রেমিকার মুখ

কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।