গোলাপের গন্ধ
তাহার জন্য জুতো জোড়া,তাহার জন্য কদম গাছের ডাল,তাহার জন্য সকাল বেলার-পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল। তাহার জন্য রঙ্গিন সুতো,নাটাই ছেঁড়া ঘুড়ি,এতো কিছুর পরেও ক্যান-মন দিবি
তাহার জন্য জুতো জোড়া,তাহার জন্য কদম গাছের ডাল,তাহার জন্য সকাল বেলার-পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল। তাহার জন্য রঙ্গিন সুতো,নাটাই ছেঁড়া ঘুড়ি,এতো কিছুর পরেও ক্যান-মন দিবি
কণ্যা, এতো রাগ কিসের? হয়েছে তো সামান্য একটা ভুল!কথা দিচ্ছি,চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,একশত ঘাস ফুল।
সখি আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা…
তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)