ভূতেদের পা উল্টো থাকে, এটা একটা মিথ্যা প্রচারণা।
আমি আজ পর্যন্ত কোন উল্টো পা’ওয়ালা ভূত দেখি নি।
ধারণা করছি, মানুষ যাতে খুব সহজেই ভূতেদের সাথে মিশতে পারে সে জন্য ভূতেরা নিজেরাই এমন কিছু বৈশিষ্ট্যের কথা মানুষের কানে পৌঁছিয়েছে।
আমরা প্রতিনিয়ত ভূতেদের সাথে বসবাস করছি, কিন্তু উল্টো পা এবং ছায়া বিহীন না হওয়ার কারনে ভূতের আরো হাজারো লক্ষ্মণ থাকা সত্ত্বেও তাদেরকে মানুষ বলে গণ্য করি।
#ভূত #অদ্ভূত
আমি আজ পর্যন্ত কোন উল্টো পা’ওয়ালা ভূত দেখি নি।
ধারণা করছি, মানুষ যাতে খুব সহজেই ভূতেদের সাথে মিশতে পারে সে জন্য ভূতেরা নিজেরাই এমন কিছু বৈশিষ্ট্যের কথা মানুষের কানে পৌঁছিয়েছে।
আমরা প্রতিনিয়ত ভূতেদের সাথে বসবাস করছি, কিন্তু উল্টো পা এবং ছায়া বিহীন না হওয়ার কারনে ভূতের আরো হাজারো লক্ষ্মণ থাকা সত্ত্বেও তাদেরকে মানুষ বলে গণ্য করি।
#ভূত #অদ্ভূত