ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভালবাসতে পয়সা লাগে না,
পয়সা লাগে ডেটিং এ।
প্রেয়সী সে সেক্সি হয় না,
সেক্সি হয় সে জিএফ যে।
প্রেয়সীর তো চোখ র’য় শুধু,
সে চোখ যেন পাখির নীড়।
জিএফ এর কোন চোখ থাকে না,
যা থাকে তা খুব অস্থির।
প্রেয়সীর তেমন বায়না র’য় না,
বায়না শুধু কাছে চাই।
জিএফ চাইবে দামী গিফট,
তোমারে দিয়া কী কাম ছাই!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।