কবিতা শুধু মক্তবের চুলখোলা মেয়ে আয়েশা আক্তারই না,
মেলায় ক্ষনিক দেখা নাম না জানা সেই মেয়েটিও কবিতা,
টিভি পর্দায় দেখা হাস্যোজ্জ্বল অপি করিম, সে’ও তো কবিতা।
বেলা বোস, রাজশ্রীরাও তো কবিতাই।
কবিতা, সে তো কখনোই দেখতে না পাওয়া চোখের মণি।
মেলায় ক্ষনিক দেখা নাম না জানা সেই মেয়েটিও কবিতা,
টিভি পর্দায় দেখা হাস্যোজ্জ্বল অপি করিম, সে’ও তো কবিতা।
বেলা বোস, রাজশ্রীরাও তো কবিতাই।
কবিতা, সে তো কখনোই দেখতে না পাওয়া চোখের মণি।