ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

একটা ব্যাঙ ধরা পড়েছে সাপের মুখে, কিন্তু সাপটা ঠিক মতো কামড় বসাতে পারে নি। অবস্থা এখন এমন, যদি সে ব্যাঙটাকে ছেড়ে দিয়ে ভালো করে ধরতে চায়, তাহলে ব্যাঙ পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় পাবে।

এমতাবস্থায় দু’জন ওভাবেই মধ্যবর্তী অবস্থানে পড়ে থাকে, একজন পথিক যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দু’জনই তার কাছে সমাধান চাইলে তিনি-

সাপকে বললেন – খাইতে চাইলে ছাড়ো।

আর ব্যাঙকে বললেন – বাঁচতে চাইলে মরো, অর্থাৎ এমন ভান করো যেন তুমি মারা গেছো, তাতে সাপ বিভ্রান্ত হয়ে তোমাকে ছেড়ে দিবে ভালো করে ধরার জন্য।

আওয়ামীলীগ সরকার বরাবরই ছেড়ে দিয়ে আষ্টেপৃষ্টে গিলে থাকে, জাতীয় নির্বাচনের আগে তারা উপজেলা কিংবা সিটি নির্বাচনে বিরোধীদের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে বিজয়ী করে দেয়।

ইনুকে খেয়ে দেয়ার আগে মন্ত্রী বানায়, ইমরানকে খেয়ে দেয়ার আগে জামাই বানায়, হেফাজতকে খেয়ে দেয়ার আগে পীর বানায়।

তার বিপরীতে বিরোধীরা মরতে পারছে না।

চা শ্রমিক আন্দোলনে ১২০ টাকা থেকে ১৪৫ টাকায় তুলে দিয়ে বাগান মালিক ও সরকার ছেড়ে দিলো আষ্টেপৃষ্টে ধরবে বলে, এখন প্রশ্ন হলো শ্রমিকরা মরতে পারবে কি?

বাংলাদেশে বাস করেন অথচ এন্টিবায়োটিক খান নাই এমন মানুষ নাই বললেই চলে, এন্টিবায়োটিক হচ্ছে ঐ পথিকের ব্যঙকে দেয়া পরামর্শ, বাঁচার জন্য নিজেকে দূর্বল করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা।

আশা করি বাংলাদেশের মালিকানা ভারত ও আওয়ামীলীগের থেকে জনগন নিজের কাছে ফিরিয়ে আনবে, বাগানের মালিকানাও বাগানির হাতে আসবে।

#বাংলাদেশ#রাজনীতি#চা#শ্রমিক#আন্দোলন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।