ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।

আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।

আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।

সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।