ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

আহত ঈশ্বর ডেকে বলেন-
ওরে, আমি মন্দিরেও ছিলাম মসজিদেও…
একদল বলল- আপনি আমাদের দলে,
অপর দলও বলল- আপনি আমাদের দলে।

অদূরে একটা শিশু দাঁড়িয়ে ছিল, ঈশ্বর তাকে কাছে ডেকে কানে কানে বললেন-
এমন ভাবে মেরেছে কানে শুনতে পাই না আর, হারামজাদারা বলছে টা কী?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।