হাওয়াই মিঠাই
হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়। বাক্স ছেড়ে বেরিয়ে এলে,হাওয়ায় মিলিয়ে যায়।
হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়। বাক্স ছেড়ে বেরিয়ে এলে,হাওয়ায় মিলিয়ে যায়।
চোখের জল হয় না আর,ফারক্কায় শুকিয়ে গেছে সব। ধন্যবাদ হে মুজিব,ধন্যবাদ ইন্দিরাজী।তোমাদের দয়ায়,কত সুখী বঙ্গবাসী আজি।
স্বাধীনতা বনাম মিথ্যাচার,এ লড়াই চলবে কত আর!
আসেন জনাব, রাম-রহিমে যুদ্ধ বাঁধিয়ে মজা লই।
আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।
এ নগরীর ন্যায় আমিও ডুবে যেতে চাই,তোমার সুগভীর অন্তরে।
এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ,নিন্দুকেরা বলবে শুধু-হায়! হায়! সব শেষ, সব শেষ!
তারা দু’জন পালিয়ে যাওয়ার পর খবর বের হলো-অমুক পাড়ার অমুক মোল্লার ছেলে তমুক ভাটের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল। তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,এ ভালবাসার গভীরতা সীমাহীন।
চল বৈষ্ণবী, পথ ধরি…
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)