প্রার্থনা
তোমার ঘুম ভাঙবে আমার বুকে, সখি, এই তো ছিলো প্রার্থনায়। তুমি সখি আমার হবে এতোটুকুও মিথ্যে নয়। #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু
তোমার ঘুম ভাঙবে আমার বুকে, সখি, এই তো ছিলো প্রার্থনায়। তুমি সখি আমার হবে এতোটুকুও মিথ্যে নয়। #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু
তোমার সামনে দাঁড়িয়েআছে দেখো সখি, নতুন একটা মানুষ।তারে তুমি তোমার ভালোবাসায়শিক্ত করে নাও; তারেশুদ্ধ করে নাও। #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া
চল সখি,আরেকবার মান করি।আরেকবার তোকে ফিরে পাওয়ার,সুখে ভাসতে চাই। #সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)