ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

মিসেস ঘুমায়, আমি জেগে-
জেগে পাহারা দেই।
তার কপালে চুমু খাই,
ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ।

শিট! কী করছি আমি!
হে পৃথিবীবাসী তোমরা যেন
দেখো নি কিছু কেউ।

#মিসেস #ঘুম #পাহারা #কপাল #চুমু #ঠোঁট #কার্বনডাইঅক্সাইড #ঢেউ #পৃথিবী #দশকিয়া #সপ্তর্ষী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।